Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from November 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

Firefox Marketplace pre-submission checklist

আপনার পরীক্ষার পরিবেশ সেট করুন

ফায়ারফক্স ওএস

ফায়ারফক্স ওএস সিমুলেটর একটি ডেক্সটপ কম্পিউটারে ইন্সটল করুন এবং আপনার অ্যাপ্লিকেশন সিমুলেটরে ইন্সটল করার জন্য সিমুলেটরের কন্ট্রল প্যানেল ব্যবহার করুন।

এ্যানড্রয়েড

এ্যানড্রয়েডের জন্য অরোরা ইন্সটল করুন। আপনার যদি এ্যানড্রয়েড ডিভাইস না থেকে থাকে, আপনি এ্যানড্রয়েড ইমুলেটর ব্যবহার করতে পারেন।

[কিভাবে অ্যাপ্লিকেশন ইন্সটল করবেন?]

ডেক্সটপ

ডেক্সটপ এর জন্য অরোরা ইন্সটল করুন।

[কিভাবে অ্যাপ্লিকেশন ইন্সটল করবেন?]

পরীক্ষাকরণ

এমনকি যদিও মুক্ত ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ওয়েব পেইজগুলোর প্রযুক্তি এবং বিতরণ পদ্ধতিই ব্যবহার করে, অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অভিঙ্গতাটা বেশ ভিন্ন যেহেতু অ্যাপ্লিকেশনে ব্রাউজার ক্রোম যেমন ইউআরএল বার অথবা পূর্ববর্তী বাটন এবং ফায়ারফক্স ওএস ডিভাইসে এ্যানড্রয়েড এর মত হার্ডওয়্যার পূর্ববর্তী বাটন নেই। এই ধাপগুলো আপনার অ্যাপ্লিকেশনকে অনেক ভালো ব্যবহারকারী অভিঙ্গতা দেয়ার নিশ্চয়তার জন্য আপনাকে সাহায্য করবে।

  1. অ্যাপ্লিকেশন ইন্সটল করুন। নিশ্চিত হন স্ক্রিনের উপরে আইকন দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশনের নাম কেটে যায়নি।
  2. অ্যাপ্লিকেশন চালু করুন। নিশ্চিত হন স্ক্রিনের মাপ এবং পারিপার্শ্বিক যথাযথ সনাক্ত আছে।
  3. নিশ্চত হন ব্যবহারকারী তাৎক্ষনিক আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে পায়, আপনার প্রথম পৃষ্ঠা না। মনে রাখবেন, ব্যবহারকারী যারা আপনার অ্যাপ্লিকেশনটি ইন্সটল করছে তারা ফায়ারফক্স মার্কেটপ্লেস থেকে অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট সম্পর্কে জানে। তাদেরকে অন্য পৃষ্ঠার মাধ্যমে অ্যাপ্লিকেশনের বৈশিষ্ঠ সম্পর্কে জানার জন্য পুনরায় কোন মাধ্যম দ্বারা তথ্য পাঠানোর দরকার নেই। অ্যাপ্লিকেশন শুরু অথবা লগ ইন পেজের মাধ্যমে ব্যবহারকারীকে আরম্ভ করতে দেয়াই হচ্ছে আদর্শবান অভিজ্ঞতা।
  4. আপনার অ্যাপ্লিকেশনের প্রধান বৈশিষ্ঠ সমূহ দ্বারা অ্যাপ্লিকেশন শুরু করুন। নেভিগেশোনাল ডেড এনডস এবং কনটেন্ট স্কেলিং এর ইস্যুগুলো বিশেষভাবে দেখুন।
  5. নিশ্চিত হন যেসব লিংকগুলো আপনার অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতার বাইরের বিষয়বস্তু, যেমন- অন্য পৃষ্ঠার সাথে লিংক করা অথবা টুইটার, সে ক্ষেত্রে নতুন একটি উইনডো অথবা ফ্রেম চালু করা যেন ব্যবহারকারী একটি পন্থা পায় পূর্বের অ্যাপ্লিকেশনে ফিরে যাওয়ার।
  6. ডেক্সটপ ব্রাউজারের ক্ষেত্র, প্রতিক্রয়াশীল (রেসপনসিভ) ডিজাইন মুড ব্যবহার করুন যেন অ্যাপ্লিকেশনটি সকল প্রকার মাপের স্ক্রিনে চলে। আমরা ৩২০x৪৮০ অথবা ১২৬০x৮০০ রেজুলেশনে চেক করার জন্য প্রস্তাব দিয়ে থাকি।

সম্যসা সমাধান করা

[সম্যসা সমাধান করার উপায়, ডিবাগিং, সাহায্যের জন্য কোথায় যাবেন]

জমা দেয়া

  1. যদি ইহা একটি প্যাকেজড অ্যাপ্লিকেশন হয়, নিশ্চত হন ইহা রুট এর মধ্যে তালিকা ফাইল সহ জিপ করা আছে।
  2. তালিকা প্রিভিউ চেক করুন। নিশ্চত হন আইকন এবং স্ক্রিন শটগুলোর লডিং ঠিক আছে, ডেভলপারের নাম আপনার চাওয়া অনুযায়ী প্রকাশিত হচ্ছে এবং বর্ণনাতে অদ্ভুত অথবা উদ্ভট বর্ণমালা নেই।
  3. কিছু সময় একটি সম্পূর্ণ বর্ণনা বানাতে ব্যয় করুন। একটি সুন্দর বর্ণনা অ্যাপ্লিকেশনের কি কর্ম তার এক অথবা দুই সংক্ষিপ্তসার বর্ণনা দ্বারা শুরু হয়, তারপর নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং সুবিধা সহ একটি তালিকা।
  4. যদি আপনার অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্টের দরকার হয়, তাহলে দয়া করে লগইন তথ্য দিবেন যেন মার্কেটপ্লেস স্টাফ পরীক্ষামূলক ব্যবহার করতে পারে।

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

 Contributors to this page: desh
 সর্বশেষ হালনাগাদ করেছেন: desh,