Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from November 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.
Gecko হচ্ছে মজিলা প্রকল্পের তৈরি একটি লেআউট ইঞ্জিন। এর আসল নাম ছিল NGLayout। Gecko এর কাজ হচ্ছে ওয়েব কন্টেন্ট পড়া, যেমনঃ HTML, CSS, XUL, JavaScript এবং স্ক্রীনে রেন্ডার করা বা প্রিন্ট করা। XUL-based অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজার ইন্টারফেস রেন্ডার করার জন্যও গেকো ব্যবহার করা হয় ।
অনেক অ্যাপ্লিকেশনে গেকো ব্যবহার করা হয়। কিছু ব্রাউজার যেমনঃ ফায়ারফক্স, সিমাঙ্কি, ইত্যাদিতে ব্যবহার করা হয়। (পরিপূর্ণ তালিকার জন্য উইকিপিডিয়ায় গেকো'র নিবন্ধটি দেখতে পারেন।) যে সব পণ্য গেকোর একই ভার্সন ব্যবহার করে, তারা একই আদর্শ মান মেনে চলে।