Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from November 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

Firefox OS সম্পর্কিত সমস্যার সমাধান

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় আপনি যেসব সাধারন সমস্যার সম্মুখীন হতে পারেন, তার সমাধানের উপায় এই নিবন্ধটিতে বর্ণনা করা হয়েছে। আপনি চাইলে এখানে আরও তথ্য যোগ করতে পারেন।

লক্ষ্য করুনঃ আপনি আপনার ডিভাইসের জন্য udev সেটিংস কনফিগার করেছেন, এটা ধরে নিয়ে এই নির্দেশনা গুলো দেয়া হয়েছে।

নেটওয়ার্ক সংশ্লিষ্ট সমস্যা

যদি আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হতে সমস্যা হয়, তবে আপনি আপনার ডিভাইস থেকে ওয়াই-ফাই কনফিগারেশন ফাইলটি মুছে ফেলতে পারেন। এটা করার জন্য আপনাকে লিখতে হবেঃ

adb shell rm /data/misc/wifi/wpa_supplicant.conf
adb reboot

ফোন ব্রিক হয়ে গেলে

যদি আপনি ফোনটি ব্রিক করে ফেলেন, যেমনঃ ভুল ইমেজ ফ্ল্যাশ করার চেষ্টা করছেন, বুটলোডার পুনরায় চালু করতে চেষ্টা করছেন ( আপনার ফোনের উপর নির্ভর করেঃ ফাস্টবুট বা হেইমডাল)। নির্দিষ্ট সিকোয়েন্সটি ফোনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ইউএসবি কেবল খুলে, ব্যাটারি খুলে আবার লাগিয়ে চেষ্টা করতে পারেন। ইউনাগি এবং ওটোরো এর জন্য পাওয়ার এবং ভলিউম বাড়ানোর বাটন একসাথে কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরে থাকুন, যতক্ষণ না স্প্ল্যাশ স্ক্রীন দেখা যাচ্ছে। ফাস্টবুট ডিভাইস (অথবা কিছু সামসাং ফোনের জন্য হেইমডাল) ব্যবহার করে নিশ্চিত হোন যে, আপনার ফোন এখন বুটলোডার মোডে আছে। যখন আপনি দেখতে পাবেন, যে আপনার ফোন ফাস্টবুট ডিভাইস ব্যবহার করছে, আপনি তখন ইউনাগি এর জন্য আপনার ইমেজ ফ্ল্যাশ করতে ./flash.sh ব্যবহার করতে পারেন।

লাল বাতি জ্বললে নিভলে (ওটোরো/ইউনাগি)

এর মানে হচ্ছে ফোন বুট করার জন্য যে পরিমান চার্জ থাকা প্রয়োজন, তা নেই। আপনি ফোনটিকে কিছু সময়ের জন্য (যতক্ষণ না লাল বাতি জ্বলা একেবারে থেমে যায়) চার্জে দিতে পারেন, অথবা ইউএসবি কেবল খোলার পর ব্যাটারি খুলে, তারপর আবার ইউএসবি কেবল লাগিয়ে ব্যাটারি লাগিয়ে দেখতে পারেন।

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

 Contributors to this page: chrisdavidmills, SOFT, badsha_eee
 সর্বশেষ হালনাগাদ করেছেন: chrisdavidmills,