ডিবাগিং এবং সিক্যুরিটি পরীক্ষা সম্পর্কিত নিবন্ধের এই অংশে আমরা দেখব, প্রক্সির SSL সার্টিফিকেট সাদাতালিকাভুক্ত করা সহ প্রক্সি ব্যাবহার করে ফায়ারফক্স ওএস ট্রাফিককে বাধাদান করা (B2G ডেস্কটপ ও ডিভাইসে), যাতে করে যে কেও ফায়ারফক্স ওএস এর মাধ্যমে HTTPS যোগাযোগে বাধাদান বা রি-এনক্রিপ্ট করতে পারে । আপনি যদি B2G ডেস্কটপ ব্যাবহার করে থাকেন, তাহলে এটি ইন্সটল করা ও ম্যারিওনেট জাভাস্ক্রিপ্ট ডিবাগিং শেল যুক্ত করার পদ্ধতি Debugging and security testing with Firefox OS –এ বর্ণিত আছে ।
এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট নির্মিত অ্যাপ নিয়ে কাজ করতে গেলে আপনি লক্ষ্য করবেন যে, তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহৃত API সহ অনেক আকর্ষণীয় কাজ সেখানে আছে । তার মানে, এই অ্যাপগুলো যে HTTP অনুরোধ সম্পাদন করে, সেগুলো লক্ষ্য করা বেশিরভাগ সময়ই গুরুত্বপূর্ণ ।
ZAP পরিচিতি
ZAP দিয়েই শুরু করা যাক । ZAP হল একটি বাধাদানকারী প্রক্সি, যা সহজে ডিবাগিংএর জন্য HTTPS ট্রাফিককে বাধা দেয় এবং পুনরায় এনক্রিপ্ট করে । এটি ডাউনলোডের জন্য ZAP homepage এর উপরের বড় নীল বাটনটি ক্লিক করুন । আপনি যদি আরেকটি প্রক্সি ব্যাবহার করতে চান (যেমন Burp Proxy), করতে পারেন ; কারণ পদ্ধতিটি দুইক্ষেত্রেই কাজ করবে ।
ZAP সার্টিফিকেট
এখন, আপনি যে প্রক্সিই ব্যাবহার করুন না কেন, এটির সার্টিফিকেটটি একটি ফাইলে এক্সপোর্ট করুন এভাবে owasp_zap_root_ca.cer (go in Tools > Options > Dynamic SSL Certificates > Save)।
যখন ZAP প্রথম চালু হবে, এটি একটি একবছর মেয়াদী সার্টিফিকেট তৈরি করে । আপনি Dynamic SSL Certificates অংশ থেকেও নতুন একটি তৈরি করতে পারেন ।
লোকাল প্রক্সি
আপনি যদি B2G ডেস্কটপ ব্যাবহারকারি হয়ে থাকেন, তাহলে ZAP যেন localhost অনুসরণ না করে আপনার নির্দিষ্ট বৈশিষ্ট্যের IP অ্যাড্রেস (ইথারনেট বা ওয়াই-ফাই) অনুসরণ করে, এটি আপনাকে নিশ্চিত করতে হবে । কারণ, B2G ডেস্কটপের localhost আপনার ডেস্কটপ কম্পিউটারটিকে নির্দেশ করে না, বরং B2G বাইনারির নিজস্ব কোন কিছুকে নির্দেশ করে । উদাহরণস্বরূপ, আমরা আমাদের IP হিসেবে 10.264.1.5 ব্যাবহার করব ।
আপনি যদি একটি প্রকৃত ডিভাইস নিয়ে কাজ করেন, তাহলে আপনার ফোন এবং কম্পিউটার যেন একই নেটওয়ার্কে/VLAN-এ যুক্ত থাকে এবং নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারে, সেটি নিশ্চিত করতে হবে (সন্দেহ হলে একটি ডিভাইসের IP অন্য ডিভাইস থেকে পিং করার চেষ্টা করতে পারেন) ।
সার্টিফিকেট ডেটাবেইজ তৈরি
সার্টিফিকেট গ্রহণ করার প্রক্রিয়াটি সেটিংসে সম্পন্ন হয়, যেগুলো প্রোফাইলে সংরক্ষিত থাকে । এখানে ফায়ারফক্স প্রোফাইলসের উপর একটি সংক্ষিপ্ত সূচনা দেয়া হল :
- কমান্ড লাইনে –P অপশন ব্যাবহার করে ফায়ারফক্স প্রোফাইল ম্যানেজার চালু করুন এবং ফায়ারফক্স যেন কোন বর্তমান সেশন ব্যাবহার না করে, তা নিশ্চিত করুন(
-no-remote
):-
লিনাক্সে আপনাকে যা করতে হবে :
firefox -P -no-remote
-
·ম্যাক ওএস এক্সে :
/Applications/Firefox.app/Contents/MacOS/firefox -P -no-remote
-
- এবার “zapped.” নামে একটি প্রোফাইল তৈরি করুন । সার্টিফিকেট সেটিংসে যান - Edit > Preferences > Advanced > Encryption > View Certificates > Import। আপনার প্রক্সি দিয়ে তৈরিকৃত owasp_zap_root_ca.cer ফাইলটি সিলেক্ট করুন এবং ফায়ারফক্স যেন ওয়েবসাইট শনাক্তের কাজে এই CA কে ট্রাস্ট করে, সেই নির্দেশ দিন (এটি সত্যিকার অর্থেই শুধু এই প্রোফাইলের জন্য বৈধ) ।
- ফায়ারফক্সের মাধ্যমে সার্টিফিকেট ডেটাবেইজ তৈরি হয়ে যাওয়ায় আমরা এই ডেটাবেইজটি এখন B2G প্রোফাইল তৈরির কাজে ব্যবহার করতে পারি । আপনার ফায়ারফক্স প্রোফাইল ডিরেক্টরির নামটি একটি দৈবচয়িত স্ট্রিং, যেটি zapped দিয়ে শেষ হয় । এর লোকেশন অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে ; এটি কোথায় পাওয়া যায়, তার বিস্তারিত জানতে Runtime Directories এ যান ।
B2G ডেস্কটপের জন্য শুধুমাত্র প্রোফাইলের সার্টিফিকেট ডেটাবেইজ ফাইল cert8.db টি লাগবে । এটিকে B2G প্রোফাইল ডিরেক্টরি b2g/gaia/profile/ তে কপি করুন ।
- ডিভাইসে, cert9.db ফাইলটি ডিভাইসের প্রোফাইল ডিরেক্টরিতে কপি করুন ।
$ adb shell stop b2g $ adb push cert9.db /data/b2g/mozilla/*.default
দ্রষ্টব্য : এটি বর্তমান ফাইলকে প্রতিস্থাপিত করবে ।
B2G সেট আপ
পরবর্তী ধাপটি হল ZAPকে সকল নেটওয়ার্ক যোগাযোগের জন্য ডিফল্ট করে দেয়া । ফায়ারফক্স ওএস ইউজার ইন্টারফেসে সার্টিফিকেট সেটিংসের ন্যায় প্রক্সি সেটিংস এখনো অন্তর্ভুক্ত নয় ।
B2G ডেস্কটপে
এই কাস্টম সেটিংস আপনাকে প্রেফারেন্সেস ফাইলে অ্যাপেন্ড করতে হবে , b2g/gaia/profile/prefs.js
:
user_pref("network.proxy.backup.ftp", "10.264.1.5");
user_pref("network.proxy.backup.ftp_port", 8080);
user_pref("network.proxy.backup.socks", "10.264.1.5");
user_pref("network.proxy.backup.socks_port", 8080);
user_pref("network.proxy.backup.ssl", "10.264.1.5");
user_pref("network.proxy.backup.ssl_port", 8080);
user_pref("network.proxy.ftp", "10.264.1.5");
user_pref("network.proxy.ftp_port", 8080);
user_pref("network.proxy.http", "10.264.1.5");
user_pref("network.proxy.http_port", 8080);
user_pref("network.proxy.no_proxies_on", "");
user_pref("network.proxy.share_proxy_settings", true);
user_pref("network.proxy.socks", "10.264.1.5");
user_pref("network.proxy.socks_port", 8080);
user_pref("network.proxy.ssl", "10.264.1.5");
user_pref("network.proxy.ssl_port", 8080);
user_pref("network.proxy.type", 1);
দ্রষ্টব্য : আমার আইপি অ্যাড্রেস 10.264.1.5 আপনারটি দিয়ে প্রতিস্থাপিত করতে ভুলবেন না, এবং আপনার প্রক্সি যদি 8080 পোর্টে কাজ না করে, আপনাকে এটি ফাইলেও পরিবর্তন করতে হবে ।
এখন আপনি প্রস্তুত ! B2G ডেস্কটপ পুনরায় চালু করুন এবং পরীক্ষামূলক ব্রাউজিং করুন । ZAP এ নেটওয়ার্ক ট্রাফিক দেখা যাবে ।
ডিভাইসে
এই পদ্ধতিগুলো ডিভাইসে আর কাজ নাও করতে পারে ।
আপনাকে /data/b2g/mozilla/*.default ফাইলটি নবায়ন করতে হবে:
$ adb pull /data/b2g/mozilla/*.default/prefs.js
ফাইলের শেষে, উপরের দ্বিতীয় অংশে উল্লেখিত কাস্টম সেটিংস যোগ করুন এবং B2G রিস্টার্ট দিন (B2G প্রক্রিয়া থেমে যাওয়ার কথা, যদি আপনি cert9.db পুশ করার নিয়ম অনুসরণ করতেন) :
$ adb push pref.js /data/b2g/mozilla/*.default $ adb shell start b2g