Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from 03 Nov 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

গোঙ্ক

Draft
This page is not complete.

গোঙ্ক হচ্ছে ফায়ারফক্স ওএস প্ল্যটফর্মের নিম্ন লেভেল এর অপারেটিং সিসটেম যা,  এন্ড্রয়েড মুক্ত উৎস প্রজেক্ট (এওএসপি)  এ লিন্যাক্স কার্নাল বেসড এবং ইউজারস্পেস হার্ডওয়ার অ্যাবস্ট্রাকশোন লেয়ার (এইচএএল). এই আর্টিকেলটি গোঙ্ক কি কি গঠন করে তা নির্দেশ করে; ফায়ারফক্স ওএস কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে এবং গোঙ্ক কিভাবে এতে কাজ করে জানতে পড়ুন ফায়ারফক্স ওএস কাঠামো গাইড।

গোঙ্ক ওভারভিউ

গেকো সোর্সে  b2g/ নামক ফোল্ডার রয়েছে যা গোঙ্ক পোর্ট বহন করে যার কাজ হচ্ছে, ওয়েব এর জন্য মোবাইল এর হার্ডওয়্যর ক্যপাবিলিটি খুলে দেয়া। এটি একটি লিনাক্স কার্নেল, এইচএএল, এবং অন্য একটি ওইএম- নির্দিষ্ট লাইব্রেরীগুলো বহন করে। বিভিন্ন গোঙ্ক লাইব্রেরীগুলো একই মুক্ত-উৎস প্রজেক্টঃ libusb, bluez, এবং আরো অন্যান্য।  এইচএএল এর অন্য কিছু অংশ এন্ড্রয়িড প্রজেক্ট: জিপিএস, ক্যামেরা, এবং অন্যান্য কিছুর সাথে সম্পর্কযুক্ত।

গোঙ্ক হচ্ছে একটি পোর্টিং লেয়ার ডিভাইসঃ হার্ডওয়্যার এবং গেকো মধ্যে একটা এডাপটার। গোঙ্ক হচ্ছে একটি অপেক্ষাকৃত সহজ লিন্যাক্স ডিস্ট্রিবিউশন যাকে গেকো পোর্টিং লেয়ার এর সাথে জোটবদ্ধ গেকো পোর্ট বিবেচনা করা যায় — তাই গোঙ্ক হচ্ছে গেকোর একটি পোর্টিং টার্গেটঠিক তেমনই, যেমন গেকো ওএস এক্স, উইন্ডোজ় এবং অ্যান্ড্রয়েড এ গেকো এর পোর্ট রয়েছে।

নোট: বিভিন্ন মোবাইল ডিভাইসের ভিন্ন চিপসেট এবং অন্যান্য হার্ডওয়্যার স্পেক যেমন থাকতে পারে, ডিভাইসের তেমন ভিন্ন গোঙ্ক ডিস্ট্রিবিউশন থাকতে পারে।

যেহেতু ফায়ারফক্স ওএস প্রজ়েক্ট গোঙ্ক এর উপর পূর্ণ নিয়ন্রণ রাখে তাই আমরা গেকো তে ইন্টারফেজ উন্মুক্ত করতে পারি যা অন্য অপারেটিং সিস্টেমে উন্মুক্ত হবে না। উদাহরণস্বরূপ, পূর্ণ টেলিফোনি স্ট্যাক এবং গোঙ্ক এর ডিসপ্লে ফ্রেম বাফার এর উপর গেকোর সরাসরি কতৃত্ব রয়েছে।

গোঙ্ক সোর্স কোড

প্রধান গিটহাব- এ বি২জি রেপো নানা ধরনের ডিভাইস এর জন্য গোঙ্ক এর অফিশিয়াল সাপোর্ট বহন করে, তাই আপনি গোঙ্ক এর সংগ্রহস্থল হিসাবে এটিকে বিবেচনা করতে পারেন. সাপোর্টেড ডিভাইস গুলোর লিঙ্কঃ B2G/config.sh.

গোঙ্ক এর দৈনন্দিন বেশিরভাগ কাজ হল বিভিন্ন বোর্ডে সিস্টেমকে পোর্টিং করার মত। গেকো যেন ভিন্ন ভিন্ন ডিভাইস এ কাজ করতে পারে তা নিশ্চিত করুন।

 

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

ট্যাগ: 
 Contributors to this page: chrisdavidmills, desh, YasinAhmed
 সর্বশেষ হালনাগাদ করেছেন: chrisdavidmills,