Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from 03 Nov 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

প্রথম অংশঃ ম্যারিওনেট এবং ফায়ারফক্স OS দিয়ে শুরু করা

এই টিউটোরিয়াল সিরিজটির উদ্দেশ্য হল ফাইয়ারফক্স OS ব্যবহৃত ম্যারিওনেটের জন্য লেখা ও রান সংক্রান্ত অটোনোমেটেড UI টেস্টের সাথে আপনাকে পরিচিত করা। ম্যারিওনেট Getko-ভিত্তিক প্ল্যাটফর্মে টেস্ট রান করানোর জন্য কমান্ড ইস্যু করে। 

এই টিউটোরিয়াল সিরিজটি আটোমেটেড টেস্টিং কনসেপ্টের মধ্যে দিয়ে এগোবে এবং আপনাকে ফায়ারফক্স OS (বিশেষ প্রয়োজনীয় B2G ডেক্সটপ টেস্টিং টুলসহ) এবং ম্যারিওনেটএর সাথে কাজ করতেও পরিচিত করে। মাঝে মাঝে আমরা চ্যালেঞ্জ আহবান করব আপনার সমস্যার সমাধান বের করতে আপনাকে অনুপ্রাণিত করার জন্য।

নোটঃ এই টিউটোরিয়লটি শুধুমাত্র মজিলা পণ্যের জন্য নির্দিষ্ট নয়; যেমনঃ আপনি যদি কোন HTML5 অ্যাপ ডেভলপ করতে থাকেন তবে কোন টেস্ট ফ্রেমওয়ার্কের জন্যও আপনি এই টিউটোরিয়ালটি ব্যবহার করতে পারেন।

এই টিউটোরিয়ালটির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার

টিউটোরিয়ালের সময় আমরা এই সফটওয়্যারগুলো ইন্সটল এবং ব্যবহার করবঃ

  • পাইথন 2.7
  • পিপ ইন্সটলার
  • কোড লেখার জন্য টেক্সট এডিটর অথবা IDE
  • Boot2Gecko ডেক্সটপ ক্লাইন্ট (ফায়ারফক্স OS)
  • ম্যারিওনেট ক্লাইন্ট(OSএর জন্য ওয়েব ড্রাইভার )

পাইথন এবং পিপ

লিনাক্সের মত কিছু অপারেটিং সিস্টেমে পাইথন প্রি-ইন্সটল করা থাকে। ইন্সটল করার আগে দেখে নিন, তা আগে থেকেই ইন্সটল করা আছে কিনা। কোন কমান্ড লাইন অথবা টার্মিনাল থেকে রান করানঃ

python --version

পাইথন 2.6.x অথবা 2.7.x এর যে কোন ভার্শনই এই টিউটোরিয়ালের জন্য চলবে। আপনার যদি পাইথন 2.7 ইন্সটল না করা থেকে থাকে তবে আপনি পাইথন রিলিজ সাইট এ আপনি ইন্সটলার পাবেন।

পিপ ব্যবহৃত হয় পাইথন টুলস ইন্সটল করার জন্য এবং ম্যারিনেট ইন্সটল করার জন্য আমাদের এটি দরকার হয়। আপনি নিরীক্ষা করে দেখতে পারেন আপনার টার্মিনাল বা কমান্ড লাইনে পিপ টাইপিনের মাধ্যমে ইন্সটল হয়েছে কিনা। পিপ ইন্সটল করার জন্য, পিপ ডকুমেন্টেশনের নির্দেশনা অনুসরণ করতে পারেন।
 

B2G ডেক্সটপ

B2G ডেক্সটপ ক্লাইন্ট আপনাকে সুযোগ দেয় ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে Gaia — ফায়ারফক্স OS এর UI — এবং ফায়ারফক্স OS অ্যাপস রান করার করানোর। ডেক্সটপ ক্লাইন্টের বেশ কিছু সীমাব্ধতা আছে — ক্যামেরা, ব্যাটারি প্রভৃতির মত হার্ডওয়্যার ডিভাইসকে emulate করে না— কিন্তু এই টিউটোরিয়ালে আমাদের কাজের জন্য এটি যথাযথ হবে। এবার এটি ইন্সটল করে নেওয়া যাক।

ফায়ারফক্স নাইটলি সাইট থেকে সর্বশেষ B2G ডেক্সটপ ডাউনলোড করুন (একদম নিচে ডেক্সটপ Boot2Gecko দেখুন)। B2G ডেক্সটপ ডাউনলোড হয়ে গেলে, কনটেন্টগুলো আপনার কম্পিউটারে একটি ফোল্ডারে এক্সাক্ট করে রাখুন। ফায়ারফক্স OS সিমালটার স্টার্ট করার জন্য আপনার OS এর জন্য সঠিকভাবে b2g স্ক্রিপ্ট ফাইলটি রানঃ

  • লিনাক্সঃ যেখানে আপনি ফোল্ডারটি এক্সট্রাক্ট করে রেখেছেন সেটি নেভিগেট করুন এবং রান করানঃ./b2g.sh.
  • ম্যাকঃ আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারে B2G.appটি ড্র্র্যাগ এবং ড্রপ করুন এবং সেখান থেকে এটি রান করান।
  • উইন্ডোজঃ আপনি যে ডিরেক্টরিতে b2g.exe এক্সট্রাক্ট করেছেন, সেখান থেকে zip টি রান করান।

এপ্লিকেশনটি একবার স্টার্ট-আপ হয়ে গেলে এরকম একটি উইন্ডো দেখতে পাওয়ার কথাঃ

A welcome screen for Firefox OS - says welcome in multiple languages

ফার্স্ট টাইম ইউজার স্টেপগুলো অনুসরণ করুন, যতক্ষণ না ফায়ারফক্স OS হোমস্ক্রিন পাওয়া যায়। মনে রাখুন, আপনি ফোনের হার্ডওয়্যার বাটন ইম্যুলেট করতে পারেন নিচের কীবোর্ড কমান্ড ব্যবহারের মাধ্যমে, যেটি বেশ উপকারী (যেমনঃ হোম প্রেস করে ফোনকে সচল করা )।

 

উইন্ডোজ/লিনাক্স কীবোর্ড

ম্যাক OS কীবোর্ড

হোম বাটন

Home

Fn+left arrow

পাওয়ার বাটন

End

Fn+right arrow

ভলিউম আপ/ডাউন

Page up/Page down

Fn+ up/down arrow

এই পর্যায়ে আপনি B2G ডেক্সটপ ওপেন রেখেই একপাশে রেখে পরবর্তী কাজ করতে পারেন। এবার আমরা ম্যারিনেট ইন্সটল করে কাজটি শেষ করব।

ম্যারিওনেট

দুইটি অংশ আছে ম্যারিওনেটে; ক্লাইন্ট — যেটি আপনার আপনার ল্য্যাপটপে অপারেট করে — এবং সার্ভার — যা ফায়ারফক্স OS সার্ভারের মধ্যে কাজ করে। তখন পাপেটরের মত ম্যারিওনেট সার্ভার সরাসরি ফায়ারফক্স OS কন্ট্রোল করতে পারে।

marionette architecture showing marionette server inside Firefox OS and marionette client on its own outside

আমরা যেহেতু ডেক্সটপ B2G ক্লাইন্ট ব্যবহার করছি, তাই ম্যারিওনেট সার্ভার প্রি-ইন্সটল করা আছে (আপনি যখন কোন রিয়েল ডিভাইসের জন্য ফায়ারফক্স OS এর ইঞ্জিরিয়ারিং-কনফিগারড বিল্ড ব্যবহার করছেন তখনও এটি প্রযোজ্য )। ফায়ারফক্স নিয়ন্ত্রণ করতে পারার আগে, আমাদের লোকাল কম্পিউটারে ম্যারিওনেট ক্লাইন্ট ইন্সটল করা দরকার। আপনার টার্মিনালে নিচের কমান্ডটি রান করইয়ে এটি করা হয়ঃ

pip install marionette_client

এখনকার জন্য এটুকুই। আমরা তৈরি এবং যাওয়ার জন্য প্রস্তুত !

 

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

ট্যাগ: 
 Contributors to this page: chrisdavidmills, Prome
 সর্বশেষ হালনাগাদ করেছেন: chrisdavidmills,