Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from 03 Nov 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

হোস্ট ফাইলস সংশোধনকরন

মাঝেমধ্যে আপনাকে আপনার মেশিনের কিছু হোস্ট ফাইলস ঠিক করা  লাগতে পারে যখন কোন কিছু আক্রমন করবে , কোন অবাঞ্চিত সংযোগ  ব্লক করতে , কোন নির্দিষ্ট আইপি ঠিকানায় সরাসরি যাওয়ার নির্দেশ করার জন্য ইত্যাদি । এই প্রবন্ধে কিভাবে ফায়ারফক্স ওএস ফোন এর হোস্ট ফাইলস সংশোধন করা যায় সে সম্পর্কে বলা হয়েছে । এটি আছে  /system/etc এর অধীনে ।

আপনার ফোনকে প্রস্তুত করা

এই ফোনের Developer settings panel  যান এবং চেক করেন :

  • "রিমোট ডিবাগিং" ( ফায়ারফক্স ওএস ১.৪ এবং এর উপরের ফোনে , "ADB এবং ডেভ টুলস" নির্বাচন করতে হবে নির্বাচন মেনু  থেকে )
  • "কনসল এনাবেল্ড"

এরপর আপনার ফোন কম্পিউটার এর সাথে সংযুক্ত করেন ।

এই পর্যায়ে অ্যান্ড্রয়েডে যেভাবে হোস্ট ফাইলস সংশোধন করা হয় সেইভাবে করা হয় । অ্যান্ড্রয়েড ডেভলাপাররা সহজেই এটি ধরতে পারবে ।

টার্মিনালের ধাপসমূহ

  1. একটি টার্মিনাল উইন্ডস খুলতে হবে । /system অংশটি ডিভাইসে পুনরারোহণ করতে হবে যাতে করে পুনোরাই লেখার অনুমতি পায়
    adb remount
  2. হোস্ট ফাইলগুলো কম্পিউটারে নেন
    adb pull /system/etc/hosts /tmp
  3.   হোস্ট ফাইলস সংশোধন করতে হবে এখানে /tmp/hosts এবং সংরক্ষণ করতে হবে । যেমন -
    127.0.0.1         localhost
    ip.to.re.direct   hostName
  4. পরিবর্তিত হোস্ট ফাইলগুলো ডিভাইসে push করতে হবে
    adb push /tmp/hosts /system/etc/hosts

এখানেই শেষ ; আপনার  হোস্ট ফাইলসগুলো এখন আপডেটেড হয়ে যাওয়া উচিত ।

মন্তব্য : ADB সম্পর্কে আর জানতে চান ? এখানে  দেখতে পারেন  ADB documentation.

 

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

 Contributors to this page: chrisdavidmills, ZarinTasnim, subrina29
 সর্বশেষ হালনাগাদ করেছেন: chrisdavidmills,