Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from 03 Nov 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

ফায়ারফক্স OS ডিভাইস ফিচার

বাটন এবং নিয়ন্ত্রণ

যে কোন সাধারণ ফায়ারফক্স OS ডিভাইসের খুব কম সংখ্যক বাহ্যিক হার্ডওয়ার বাটন থাকেঃ

হোম বাটন
সাধারণত এই বাটনটি স্ক্রিনের নিচে মাঝ বরাবর জায়গায় থাকে। এটিতে চাপ দিলে , আপনি অ্যাপ লঞ্চারে ফিরে আসবেন। এটিকে ধরে রাখলে কার্ড সুইচিং ভিউ চালু হবে ; ওই ভিউতে কোন অ্যাপে সুইপ করলে সেই অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
ভলিউম কন্ট্রোল রকার
বামদিকে ভলিউম রকারটি থাকে ; উপরের অর্ধেক অংশে চাপ দেয়ার মাধ্যমে অডিও ভলিউম বাড়ানো যায় এবং নিচের অর্ধেক অংশে চাপ দেয়ার মাধ্যমে অডিও ভলিউম কমানো যায়।
পাওয়ার বাটন
ডিভাইসের উপরের ডান কোণার অংশে পাওয়ার বাটনটি থাকে।

সর্বনিম্ন যে পরিমাণ হার্ডওয়ার প্রয়োজন

সর্বশেষ ARM ভিত্তিক মোবাইল ডিভাইস ফায়ারফক্স ওএস ধারণ করতে সক্ষম। এই অংশটি সর্বনিম্ন প্রয়োজনীয় হার্ডওয়্যারের চাহিদার সাথে সাথে সুপারিশকৃত হার্ডওয়্যারের পরিমাণ ও বলে দিবে।

উপাদান সর্বনিম্ন সুপারিশকৃত
সিপিইউ ARMv6

Cortex A5 শ্রেণীর অথবা ARMv7a with NEON হলে ভালো

জিপিইউ

Adreno 200 শ্রেণীর অথবা এর থেকে অপেক্ষাকৃত

ভালো কিছু

সংযোগ ওয়াই-ফাই
থ্রিজি
সেন্সর Accelerometer
Proximity
Ambient light
A-GPS

নোটঃ ভালো অভিজ্ঞতার জন্য ,এমন কোন ডিভাইস নির্বাচন করা ভালো  যেখানে ইউনিফর্ম  কালার প্রোফাইলের ব্যবস্থা আছে ( যা গ্রাফিক্স ডিভাইস ড্রাইভারের সাহায্যে বাস্তবায়িত) এবং নীরবতা বা নিরবতাবন্ধ করার জন্য এবং মিডিয়া চালু বা বন্ধ করার জন্য হেডফোনের সাপোর্ট। আধুনিক স্মার্টফোনগুলোতে এই সুবিধাগুলো  সাধারনভাবেই থাকে।

 

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

ট্যাগ: 
 Contributors to this page: chrisdavidmills, HossainAlIkram, Prome
 সর্বশেষ হালনাগাদ করেছেন: chrisdavidmills,