Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from 03 Nov 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

পাতা তৈরি ও সম্পাদনা

This translation is incomplete. Please help translate this article from English.

মোজিলা ডেভেলপার নেটওয়ার্ক এর মৌলিক দুটি কাজ যা প্রায় সব অবদানকারী করে থাকে, তা হচ্ছে বর্তমান পৃষ্ঠাগুলো সম্পাদনা/সমৃদ্ধ করা এবং নতুন পৃষ্ঠা তৈরি করা। এই নিবন্ধটি সম্পাদনা ও নতুন পৃষ্ঠা তৈরি করার একেবারে মৌলিক কিছু কৌশল নিয়ে লেখা।

বর্তমান পৃষ্ঠাগুলো সমৃদ্ধকরণ

সম্পাদনা ও সমৃদ্ধ করা সহজ। পাতার উপরে শিরোনামের ডান পাশে থাকা নীল "Edit" বাটনে ক্লিক করলেই সম্পাদনার পাতা চলে আসবে। সম্পাদনার পাতাটিতে আপনি বিভিন্ন রকমের ফরম্যাটিং অপশন পাবেন। সেই অপশন গুলো ব্যবহার করে আপনি পাতায় থাকা সরাসরি তথ্য যোগ করা ও মোছার কাজ করতে পারবেন। অনুচ্ছেদ যুক্ত করা, লেখা মোছা, শিরোনাম যুক্ত করা সহ লেখা ও সম্পাদনা সংশ্লিষ্ট আরও মৌলিক কিছু ফাংশন এই পৃষ্ঠায় পাবেন।

পরিবর্তন নিরীক্ষণ

আপনার করা পরিবর্তন সমূহ দেখতে কেমন লাগবে, তা বোঝার জন্য পৃষ্ঠার উপরে ডান পাশে নীল রঙের "Preview changes" বাটনটি ক্লিক করুন। এরপর একটি নতুন/আলাদা ট্যাবে নিরীক্ষণ পৃষ্ঠা আসবে, যেখানে আপনার করা পরিবর্তন গুলো সহ পৃষ্ঠাটি (যে পৃষ্ঠাটি সম্পাদনা করছেন) দেখতে কেমন হবে, তা দেখতে পাবেন। যতবার আপনি এই বাটন চাপবেন, ততবারই এটি আপনার প্রিভিউ পৃষ্ঠা সর্বশেষ পরিবর্তন সহ পুনরায় লোড করবে। তবে মনে রাখবেন, প্রিভিউ পৃষ্ঠা আপনার পরিবর্তন গুলোকে আপাতত হিসেবে দেখাবে; সংরক্ষণ করবে না। তাই কখনো প্রিভিউ পাতা থেকে সেভ না করে বের হবেন না। প্রিভিউ পাতা বা এডিট পাতা থেকে চলে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ পরিবর্তন সংরক্ষনের জন্য Save Changes চাপতে হবে।

পরিমার্জন/সংশোধন মন্তব্য

সংরক্ষণপূর্ব নিরীক্ষণ বা Preview দেখার পর আপনি আপনার করা পরিবর্তনগুলো সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার আগে পেজের নিচে থাকা মন্তব্যের জায়গায় আপনি কেন সম্পাদনা করেছেন, তা লিখুন। আপনার মন্তব্য থেকে অন্যান্য অবদানকারীরা আপনার সম্পাদনা সম্পর্কে সহজে ধারনা পাবে। মনেকরুন, আপনি হয়তো নতুন কোনো অনুচ্ছেদ যুক্ত করেছেন, বা কোন প্রবন্ধের ভাবকে আরও সহজে বোঝার জন্য কয়েকটি শব্দ পরিবর্তন করেছেন, অথবা অপ্রয়োজনীয় কিছু তথ্য মুছে দিয়েছেন। এরকম পরিবর্তন কেন করা প্রয়োজন, এ সম্পর্কে আপনি অবশ্যই মন্তব্য করবেন।

ট্যাগ

একটি পৃষ্ঠার কনটেন্ট সহজে বুঝতে ও খুঁজে পেতে ট্যাগ ব্যবহার করা হয়। আপনি চাইলে ট্যাগ যুক্ত বা অপসারণ করতে পারেন। আর এই ট্যাগ যুক্ত বা অপসারনের প্রক্রিয়াটিও যেহেতু সংশোধনের পর্যায়ে পড়ে, তাই এই কাজের সময়েও মন্তব্য করে আপনার কাজের নিরপেক্ষতা ও প্রয়োজনীয়তার স্বপক্ষে যুক্তি দেখাবেন।

মতামত প্রয়োজন?

যদি আপনি চান যে একজন দক্ষ বা অভিজ্ঞ অবদানকারী আপনার করা সম্পাদনা-সংশোধন দেখুক এবং মতামত জানান, তাহলে আপনি একটি টেকনিক্যাল (কোড, এপিআই অথবা প্রযুক্তি সম্বন্ধে) রিভিউ-এর জন্য আবেদন করতে পারেন। অথবা একটি সম্পাদকীয় রিভিউ (প্রবন্ধ, ব্যাকরণ এবং কনটেন্ট) অথবা একটি টেম্পলেট রিভিউ (কুমাস্ক্রিপ্ট কোডের জন্য) এর জন্যও আবেদন করতে পারেন। তবে এজন্য আপনাকে উক্ত পাতাটি সংরক্ষনের পূর্বে বক্সটি টিক দিয়ে রাখতে হবে।

ফাইল সংযুক্তি

যদি আপনি কোন ফাইল সংযুক্ত করতে চান, বা আপনার নিবন্ধটি সহজে বোঝার জন্য কোন ছবি সংযুক্ত করতে চান, তাহলে সেটা পৃষ্ঠার একদম শেষের দিকে করতে পারেন।

সংরক্ষণ, বাতিল অথবা সম্পাদনা চালিয়ে যাওয়া

যখন আপনার সম্পাদনা শেষ হয়ে যাবে এবং আপনি আপনার প্রিভিউ দেখে সন্তুষ্ট হবেন, তখন আপনি আপনার কাজ এবং মন্তব্য পেজের উপরে থাকা সবুজ "Save changes" লেখা বোতাম চেপে সংরক্ষণ করতে পারেন। কিন্তু পরক্ষনে যদি আবার আপনার মনে হয় যে কাজটা ঠিক হয়নি, তাহলে আপনি পেজের উপরে থাকা লাল রঙের "Discard changes" লেখা বোতাম চেপে আগের করা কাজগুলো বাতিল করতে পারেন।

নতুন পৃষ্ঠা তৈরি করা

নতুন সাব পেজ বোতাম; লিঙ্ক ফলো করা; পেজ নকল করা।

পেজ টাইপ নিবন্ধের লিঙ্ক।

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

ট্যাগ: 
 Contributors to this page: teoli, badsha_eee
 সর্বশেষ হালনাগাদ করেছেন: badsha_eee,