Please note, this is a STATIC archive of website developer.mozilla.org from November 2016, cach3.com does not collect or store any user information, there is no "phishing" involved.

ক্যানভাস টিউটোরিয়াল

<canvas> হল একটি HTML এলিমেন্ট, যা দ্বারা স্ক্রিপ্টিংয়ের (সাধারণত জাভাস্ক্রিপ্ট) সাহায্যে গ্রাফিক্স আঁকা যায়। এটি অবশ্য গ্রাফিক্স আঁকা, ছবি কম্পোজিশন তৈরি করা এবং সাধারণ (এবং অসাধারণ) এনিমেশন তৈরির কাজ করতে পারে।

<canvas> এর জন্য মোজিলা অ্যাপ্লিকেশনসমূহ সাপোর্ট পাওয়া শুরু করেছে গিকো ১.৮ (বা ফায়ারফক্স ১.৫) থেকে। মূলত এ্যাপল তাদের ড্যাশবোর্ড এবং সাফারির জন্য এলিমেন্টটি প্রকাশ করে। <canvas> এলিমেন্টটি WhatWG Web applications 1.0 স্পেসিফিকেশনের একটি অংশ, যা HTML5 নামেও পরিচিত।

এই টিউটোরিয়ালে আপনার HTML পেজে <canvas> এলিমেন্ট ব্যবহারের প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। উদাহরণগুলো থেকে আপনি <canvas> দিয়ে কি করতে পারেন, তা আন্দাজ করতে পারেন এবং আপনার নিজের ইমপ্লিমেন্টেশন তৈরিতে সাহায্য করতে পারে।

শুরু করার পূর্বে

<canvas> ব্যবহার করা খুব কঠিন - তা নয়। কিন্তু, আপনার অবশ্যই HTML এবং জাভাস্ক্রিপ্ট এর সাধারণ ধারণা থাকতে হবে।

<canvas> টি অনেক পুরনো ব্রাউজার সাপোর্ট করে না কিন্তু, ফায়ারফক্স ১.৫ ও পরবর্তী ভার্সন, অপেরা ৯ ও পরবর্তী, এবং সাফারি, গুগল ক্রোমের নতুন ভার্সন ও ইন্টারনেট এক্সপ্লোরার ৯ হতে কাজ করে।

এই টিউটোরিয়ালে আছে

আরও দেখুন

ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

 Contributors to this page: teoli, tuxboy
 সর্বশেষ হালনাগাদ করেছেন: teoli,